| বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
আজ বুধবার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘন্টা বাড়ানো হয়েছে সময়। সে হিসেবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই ট্রেন। গত ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছিল।
গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানডিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এক সংবাদ সম্মেলন থেকে নতুন এ সূচির বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকটি (৯টি) স্টেশন এপ্রিল মাসের মধ্যে চালু হয়ে যাবে। আগামী জুলাই মাস থেকে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হবে। এরপর প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই রেল।
তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘন্টা সময় বাড়ানো হয়েছে। জুলাই মাস হতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের। ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষমাত্রাকে সামনে রেখে পারফরম্যান্স টেস্ট শুরু হচ্ছে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভায়াডাক্টের ওপরের তার টানা হয়ে গেছে, আর বিদ্যুতের রিসিভিং সাব-স্টেশনের কাজ চলছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, বিজয় স্মরণী ৯০ শতাংশ, ফার্মগেট ৯০ শতাংশ, কাওরানবাজার স্টেশন ৯০ শতাংশ, শাহবাগ স্টেশন ৯০ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৯৭ শতাংশ, সচিবালয় স্টেশন ৯০ শতাংশ, মতিঝির স্টেশনের ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
Posted ৩:১৩ এএম | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।