রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তুরস্ক সরকার ১৩৫৩ অনিয়মিত অভিবাসী আটক করে

  |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

তুরস্ক সরকার ১৩৫৩ অনিয়মিত অভিবাসী আটক করে
দেশব্যাপী অভিযান চালিয়ে মোট এক হাজার ৩৫৩ অনিয়মিত অভিবাসীকে আটক করেছে তুরস্ক সরকার। অভিযানে ৩৭ জন মানবপাচারকারীকেও আটক করা হয়েছে, যার মধ্যে চারজন বিদেশিও রয়েছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে বলে দেশটির হুরিয়েত সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।

অনিয়মিত অভিবাসীদের আটক করতে দেশেজুড়ে পরিত্যক্ত স্থান, ট্রাক গ্যারেজ, টার্মিনাল, বন্দর, জেলেদের আশ্রয়স্থল এবং বাস ও রেলস্টেশনে অভিযান পরিচালনা করা হয়। মূলত ওই জায়গাগুলোতে অনিয়মিত অবিবাসীরা আশ্রয় নিয়ে থাকে বলে দাবি সরকারের। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৩৩ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে মোট ১৯ হাজার ৭০০টি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অনিয়মিত অভিবাসন ঠেকাতে কয়েক বছর ধরেই কঠোর অবস্থানে রয়েছে তুরস্ক সরকার। এরই ধারাবাহিকতায় সবর্শেষ এই অভিযান পরিচালনা করা হয়। আটক অনিমিয়ত অভিবাসীদের এই মুহুর্তে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, অনিয়মিত অভিবাসন ঠেকানোর অংশ হিসেবে গত বছর, অর্থাৎ ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে ইচ্ছার বিরুদ্ধে প্রত্যার্পণ করেছে তুরস্ক। বছরটিতে এক লাখ ২৪ হাজার ৪৪১ অভিবাসীকে জোরপূর্বক প্রত্যার্পণ বা ফেরত পাঠিয়েছে তুরস্ক। দেশটি এর আগে কখনো এক বছরে এত অভিবাসীকে ফেরত পাঠায়নি। ২০২১ সালের তুলনায় ফেরত পাঠানোর এই সংখ্যা ছিল ১৬১ শতাংশ বেশি। সব মিলিয়ে ২০১৬ সালের পর থেকে গত বছর পর্যন্ত চার লাখ ৪৯ হাজার ৩২৬ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে তুরস্ক সরকার।  সূত্র : ইনফোমাইগ্রেন্টস

Facebook Comments Box

Posted ৫:০৫ পিএম | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।