| রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
চারতলা বাড়ি পেলেন রাহুল গান্ধি। কংগ্রেস সেবা দলের সভানেত্রী রাজকুমারী গুপ্তা তাঁর চারতলা বাড়ি রাহুল গান্ধিকে দিয়েছেন। মঙ্গলপুরীর এই চারতলা বাড়িটি ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন পেয়েছিলেন তিনি।
কংগ্রেস সেবা দলের তরফে টুইটারে লিখেছেন, “দিল্লি মহিলা কংগ্রেস সেবা দলের সভানেত্রী রাজকুমারী গুপ্তা তাঁর মঙ্গলপুরীর বাড়িটি রাহুল গান্ধির নামে দিয়েছেন। ইন্দিরা গান্ধির সময়ে বাড়িটি পেয়েছিলেন তিনি। রাজকুমারী গুপ্তা দেবী বলেছেন, মোদিজি রাহুল গান্ধিকে বাড়িছাড়া করতে পারে,ন তবে দেশবাসীর মন থেকে বের করে দিতে পারবেন না।”
২২ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে দলের তরফে। সেখানে নথি হাতে দেখা গিয়েছে কংগ্রেস নেতৃত্বকে। সেই নথি বাড়ির নথি বলেই খবর। সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর এবার সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে রাহুল গান্ধিকে। ২০০৫ থেকে নয়াদিল্লির তুঘলক লেনের যে বাড়িতে তিনি থাকতেন, সেটি খালি করতে বলা হয়েছে। আর তাতেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপির সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।
Posted ২:৪১ এএম | রবিবার, ০২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।