| শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
আজ (৩১ মার্চ) দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরের প্যাটেল নগর এলাকায় মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
গতকাল সকালে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে কয়েকশ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পূজা চলার সময় পুণ্যার্থীদের অনেকেই মন্দিরের ভেতরে একটি কূপ ঢেকে রাখতে ব্যবহৃত স্ল্যাবের ওপর উঠে পড়েন। বহু পুরোনো কূপটির মুখ কংক্রিটের স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। মানুষের ওজনে স্ল্যাবটি ভেঙে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
ইন্দোরের জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা রয়টার্স বলেন, আমরা ১৮ জনকে উদ্ধার করেছি। ৩৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ১৬ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ইন্দোরের এ দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। হতাহত ও তাঁদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।’
Posted ৬:৫৫ এএম | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।