| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
ভারতের মধ্যপ্রদেশের একটি মন্দিরে রামনবমী উপলক্ষে পূজা দেওয়ার সময় কুয়ার ছাদ ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যটির ইন্দোরের শ্রী বালেশ্বর মন্দিরে এই ঘটনা ঘটেছে। কুয়ার ছাদের ওপর মন্দির ছিল। রামনবমীর কারণে অতিরিক্ত মানুষ উঠে পড়ায় কুয়ার ছাদ ধসে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েক’শ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজো চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভেতরেই একটি পুরনো কুয়ার ছাদে উঠে পড়েন। সেটির মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনির ওপর পুণ্যার্থীরা উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, কুয়া থেকে পুলিশ ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ১০ জন নারী, একজন পুরুষ রয়েছেন। কুয়া থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়াতে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, ভেঙে পড়া কুয়ার ছাদের নিচে কিছু লোক চাপা পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল এবং রাজ্যে দুর্যোগ মোকাবিলা বাহিনী।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসককে।
হিন্দু দেবতা ভগবান রামের জন্মদিন রামনবমী উপলক্ষে ভারতজুড়ে মন্দিরগুলোতে পুণ্যার্থীদের উপস্থিতি বেড়ে যায়।
Posted ২:২৮ পিএম | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।