| বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় তিন জন নিহত হয়েছেন। নিহতরা রোহিঙ্গা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে উখিয়া উপজেলার সদরের মুহুরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হলেন- লম্বাসিয়া শরণার্থী শিবিরের মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর ও মৃত আব্দুল মতলবের জাহিদ হোসেন এবং ময়নারঘোনা শরণার্থী শিবিরের সুলতান আহমেদের ছেলে নূর কবির।
ওসি মোহাম্মদ আলী বলেন, গোপনে পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করছে একটি চক্র। বুধবার ভোর সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে চক্রটি পাহাড় কাটার সময় মাটি ধসে চাপা পড়েন কয়েকজন শ্রমিক।
খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরও দুজনের লাশ।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুজনের লাশ উদ্ধার করার পর যন্ত্রপাতি ব্যবহার করে সৈয়দ আকবরের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে কান্নারত সৈয়দ আকবরের মা রাবেয়া বসরী জানান, গতকাল কাজের সন্ধানে ছেলেকে পাঠিয়েছিলেন তিনি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ১১:১২ এএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।