| মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
আদালতের সাজা ঘোষণার পরেই তড়িঘড়ি রাহুল গান্ধীর এমপি পদ বাতিল হয়েছে। ওই ঘটনাকে গণতন্ত্রের কণ্ঠরোধের ষড়যন্ত্র হিসেবেই দেখছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। এমনকী এই ঘটনার জেরে একজোট হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে দলগুলি। এবার কংগ্রেসের নেতৃত্বে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধী দলগুলি।
সূত্রের খবর, কংগ্রেসের বৈঠকে বিষয়টি ঠিক হয়েছে। সব ঠিক থাকলে আগামী সোমবার আনাস্থা আনা হবে লোকসভার স্পিকারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী অনাস্থা আনার জন্য ৫০ জন সাংসদের সমর্থন লাগবে। সেই লক্ষ্যে ইতিমধ্যে অন্য বিরোধী দলগুলির সঙ্গে কথাবার্তা চালানো শুরু করেছে কংগ্রেস নেতারা।
প্রসঙ্গত, সম্প্রতি সংসদে বিরোধী শিবিরের নেতাদের কথা বলতে না দেয়ার অভিযোগ উঠেছে। বার বার সেই নিয়ে অনুরোধ জানালেও, স্পিকার ওম বিড়লা কোনও আবেদনে সাড়া দেননি বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর বিরোধিতাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।
উল্লেখ্য, অনাস্থা আনতে গেলে সংসদের অধিবেশন মুলতুবি হলে চলবে না। কার্যক্রম অব্যাহত থাকলে তবেই তা আনা সম্ভব হবে। সূত্র: টিওআই।
Posted ১০:৫০ পিএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।