রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

উত্তরায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

  |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   19 বার পঠিত

উত্তরায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

রাজধানীর উত্তরার আজমপুর রেলক্রসিয়ে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় হানিফ নামে এক কলেজ ছাত্র নিহত হ‌য়ে‌ছে। এসময় নিহতের পরনে ছিল কালো রঙয়ের গেঞ্জি।

নিহত হা‌নি‌ফের পুরো নাম আহম্মেদ সানি হানিফ।সে উত্তরা আজমপুর নবাব হাবিবুল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

পুলিশ জানিয়েছেম, ময়মনসিংহ জেলার পাগলা থানার বিরই গ্রামের পিতা আবুল বাশার ও তার পরিবারের সাথে দক্ষিণখান থানার পূর্ব মোল্লারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতো নিহত হানিফ।

আজ দুপুরে বিমানবন্দর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, রোববার ভোর ৫টার দিকে উত্তরা আজমপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটছে। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা (বিমানবন্দর জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

নিহত হানিফের পিতা আবুল বাশার জানান, আজ রোববার ভোরে তার ছেলে হানিফ ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। এরপর আজমপুর রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহতের স্বজনরা জানান, হানিফ নবাব হাবিবুল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। এই বছর তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।
পারিবারিক সুত্রে জানা যায় তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার বড়।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সানু মং মারমা জানান,আজ রোববার সকালে দূর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে তারা এক তরুণকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

এসআই আলী আকবর জানান, আজ ভোর ৫ টার দিকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় আজমপুর রেললাইন পারাপার হইতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের এ কর্মকর্তা জানান,এব্যাপারে ঢাকা রেলওয়ে কমলাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৮ পিএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।