| শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার ও এক যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ যাত্রী।
সকাল ৯টার দিকে বরিশাল শহর থেকে পাথরঘাটা উপজেলার দিকে যাওয়ার পথে কানুদাশকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন।
তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহি বাসটি পাথরঘাটা যাচ্ছিলো। এ সময় রাস্তায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুৎ খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে।
’এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী (৪৫) ও যাত্রী পারভেজ (৩৫) নিহত হন। দুর্ঘটনায় বাসের ১৩ যাত্রী আহত হয়েছেন।’
খবর পেয়ে রাজাপুর ও ভান্ডারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
Posted ৮:৪৮ এএম | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।