| বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
২ বছরের জেল রাহুলের। সুরাতের আদালতে দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা। সুরাতের আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০১৯ সালে, রাহুল গান্ধি, মোদি উপাধি নিয়ে মন্তব্য করেছিলেন।
একই মামলায় আদালত রাহুল গান্ধি শাস্তি দিয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মানহানির মামলায় রায় দিয়েছে সুরাত আদালত। জানা গিয়েছে, সাজা ঘোষণার পরপরই রাহুল গান্ধি জামিনও পেয়েছেন। তবে সুরাত আদালত জামিন না দিলে রাহুল গান্ধি এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারতেন।
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘ মোদি’ হয় কেন?’’ নীরব মোদির সঙ্গে তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল গান্ধি। সেইসঙ্গে তার সাংসদ পদ খারিজেরও সম্ভাবনা দেখা দিয়েছে। বেশ কয়েকদিন ধরেই রাহুলের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভায় সোচ্চার বিজেপি। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের জন্য কয়েক বছর আগে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে সশরীরে উপস্থিত তিনি। তাঁর উপস্থিতিতেই সুরাটের জেলা আদালতে এই সাজা ঘোষণা করেন। তবে ৩০ দিনের জন্য তাঁর জামিন মঞ্জুর হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ অক্টোবর এই মামলায় গুজরাতের সুরাট আদালতে হাজির হয়েছিলেন রাহুল গান্ধি। সেই সময় তিনি নিজের বক্তব্যে অনড় থেকে বিচারককে জানিয়েছিলেন তিনি কোনও ভুল করেননি।
Posted ৮:১৯ এএম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।