| শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
ভারতের হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে স্বপ্নলোক কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। এসময় আগুনে দগ্ধ হয়ে এক নারীসহ ৬ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে।
হায়দরাবাদের এই বহুতল ভবনের পাঁচতলায় আগুন লাগে। এই বাণিজ্যিক কমপ্লেক্সের পাঁচতলায় একটি মার্কেটিং সংস্থার অফিস ছিল। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে প্রবল ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোট ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দুই নারী-সহ ছয়জনের মৃত্যু হয়েছে।
কর্মকর্তার মতে, আগুনের কারণ শর্ট সার্কিট হতে পারে। এই অগ্নিকাণ্ডে আটকে পড়া এক ভুক্তভোগী জানান, ৫ তলায় প্রায় ১০ জন আটকা পড়েছেন। তেলেঙ্গানার মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন। তিনি জানান, দমকলকর্মীরা ভবনে আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে লোহার রড দিয়ে দেয়াল ভেঙে একটি কক্ষে আটকে পড়া ৫-৬ জনকে বের করে।
আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বের হচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোঁয়া বন্ধ হতে আরও কিছুটা সময় লাগবে।
Posted ৮:১১ এএম | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।