| শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 43 বার পঠিত
আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল তার হাত ধরেই। অধিনায়ক হিসেবে লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরম্যান্সে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এবার নিলামে উঠলো ২০২২ বিশ্বকাপে মেসির পরা জার্সিগুলো। নিলামে চোখ ছানাবড়া করা ৮৫ কোটি টাকায় বিক্রি হয়েছে মেসির ব্যবহার করা ছয়টি ম্যাচের জার্সি।
নিলামের টাকা দান করা হবে বার্সেলোনার শিশু হাসপাতালে। এই ঘোষণার পর থেকেই শুরু হয় আগ্রহী ক্রেতাদের তোড়জোড়। শেষ পর্যন্ত সোথেবের আয়োজিত এক অনলাইনের নিলামে ৭.৮ মিলিয়ন ডলারে জার্সিগুলো কিনে নেন অজানা এক ক্রেতা। বাংলাদেশী টাকায় এর মূল্য ৮৫ কোটিরও বেশি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিউ ইয়র্কের সোথবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।
মেসির ছয়টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন।
মেসির সর্বোচ্চ হলেও টাকার হিসেবে এটি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া জার্সি। ১৯৯৮ সালে বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের এনবিএ ফাইনালের জার্সি গত বছর নিলামে বিক্রি হয়েছিল ১০.১ মিলিয়ন ডলারে। সেই বছরই ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের ম্যাচের জার্সি বিক্রি হয়েছিল ৯.২৮ মিলিয়ন ডলারে।
Posted ৪:৩৩ এএম | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।