শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৩৭ বছর বয়সী হামজা ইউসুফ স্কটল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ ‘ফার্স্ট মিনিস্টার’

  |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

৩৭ বছর বয়সী হামজা ইউসুফ স্কটল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ ‘ফার্স্ট মিনিস্টার’

স্কটল্যান্ডের জাতীয়তাবাদী দল এসএনপির সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ এর মধ্য দিয়ে ৩৭ বছর বয়সী হামজা দেশটিরফার্স্ট মিনিস্টারহিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন খবর আলজাজিরা

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দ্বিতীয় গণনায় ৫২.১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন হামজা ইউসুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থ সচিব কেট ফোর্বস পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট পান। এর আগে, প্রথম গণনায় প্রাক্তন মন্ত্রী অ্যাশ রেগান ১১.১ শতাংশ ভোট পেয়েছিলেন।

নির্বাচিত হয়ে হামজা ইউসুফ বলেছেন, আমি একজন গর্বিত স্কটিশ। আমি জানি সম্মিলিতভাবে আমরা টিম এসএনপির অংশ হিসাবে কঠোর পরিশ্রম চালিয়ে যাব।

বিজয়ের ভাষণে হামজা বলেন, আমি একজন গর্বিত স্কটিশ এবং সমানভাবে গর্বিত ইউরোপীয়। স্কটল্যান্ড একটি ইউরোপীয় জাতি। আমরা ইউরোপীয় ইউনিয়নে ফিরে যেতে চাই। মানবাধিকার, শান্তি, সমৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচারের ওপর ভিত্তি করে একটি মহাদেশ (ইউরোপ) গঠনে আমাদের ভূমিকা পালন করতে চাই।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামজা ইউসুফের জয়ের খবরে তার মা শায়েস্তা ভুট্টো ও স্ত্রী নাদিয়া এল-নকলা চোখের জল ধরে রাখতে পারেননি। হুমজা ইউসুফ প্রথম স্কটিশ এশীয়, যিনি স্কটল্যান্ডের ‘ফার্স্ট-মিনিস্টার’। ৩৭ বছর বয়সে তিনি সর্বকালের সর্বকনিষ্ঠ মন্ত্রী হলেন স্কটল্যান্ডের।

হামজার বিজয় স্কটল্যান্ডের নেতৃত্বের ‘প্রজন্মগত পরিবর্তনের’ ইঙ্গিত দেয় বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়।

হামজা স্কটল্যান্ডের জনগণের সম্মান এবং বিশ্বাস অর্জনের জন্য কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জোর দিয়ে বলেছিলেন, ‘কোনো ফাঁকা প্রতিশ্রুতি থাকবে না।’

Facebook Comments Box

Posted ১:০৯ এএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।