| শুক্রবার, ০৫ মে ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার হাত ধরে সর্বশেষ ১৯৯০ সালে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি। এরপর দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা। এই সময়ে ম্যারাডোনার মতো আনন্দের উপলক্ষ এনে দিতে পারেননি কেউ। অবশেষে কাটল সেই খরা।
বৃহস্পতিবার রাতে উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শিরোপা খরা ঘোঁচাল দক্ষিণ ইতালির এই ক্লাবটি। খেলা উদিনেসের মাঠে হলেও উৎসবের জোয়ারে মেতেছে নাপোলি স্টেডিয়ামও। হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন সেখানে।
উৎসবের মঞ্চটা প্রস্তুতই ছিল নাপোলির জন্য। চ্যাম্পিয়ন হতে দরকার ছিল একটি ড্র। তবে ১৩ মিনিটে উদিনেস গোল দিলে শঙ্কা জাগে নাপোলি সমর্থকদের মনে। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সব হিসাব নিজেদের পক্ষে এনে দেন ভিক্টর ওসিমেহন। তার গোলেই শেষ পর্যন্ত ম্যাচ সমতায় শেষ হয়।
ক্লাবের প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস নেপলস স্টেডিয়ামের বাইরে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমাকে সবসময় বলেছেন, আমরা জিততে চাই এবং আমরা জিতলাম। আমরা সবাই একসঙ্গে এটা জিতেছি।’
সিরিএতে বর্তমানে নাপোলির পয়েন্ট ৮০। দ্বিতীয় স্থানে থাকা লাজিও আছে ১৬ পয়েন্ট পিছিয়ে। তাদের হাতে আছে পাঁচ ম্যাচ। অর্থাৎ, লাজিও সব ম্যাচ জিতলে, আর নাপোলি সব ম্যাচ হরলেও নাপোলিকে ধরা যাবে না।
২০২০ সালে মারা গেছেন ম্যারাডোনা। তবে ঠিকই তার স্মৃতি ধরে রেখেছে নাপোলি সমর্থকরা। স্কুদেত্তা হাতে ম্যারাডোনার বিখ্যাত সেই ছবির ব্যানার হাতে মাঠে উপস্থিত হয়েছিলেন তারা।
ম্যারাডোনার হাত ধরে দুইবার সিরিএ ট্রফি স্কদেত্তা জেতে নাপোলি। ১৯৮৬-৮৭ মৌসুমে প্রথমবার ম্যারাডোনার জাদুতে চ্যাম্পিয়ন নাপোলি। আর ১৯৮৯-৯০ মৌসুমে দলকে এনে দেন দ্বিতীয় শিরোপা।
Posted ৪:২১ এএম | শুক্রবার, ০৫ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।