শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

১৫২ কিমি গতিতে বল করা নাহিদ বললেন— ‘এখনও সেরাটা দেওয়া বাকি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

১৫২ কিমি গতিতে বল করা নাহিদ বললেন— ‘এখনও সেরাটা দেওয়া বাকি

মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। তাই হবে হয়তো। নয়তো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের মাঠে গতিতে পাকিস্তানি বোলারদের হার মানাবে বাংলাদেশের কোনো বোলার; সেই স্বপ্ন কি কেউ দেখেছিল কোনোদিন। সেই না দেখা স্বপ্নই বাস্তবে রূপ দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।

পাকিস্তান সিরিজে ১৫২ কি.মি গতিতে বল করে বাংলাদেশের দ্রুততম পেসারে পরিণত হয়েছেন নাহিদ। বিশ্বকে জানান দিয়েছেন বাংলাদেশি পেসাররাও গতিতে কাবু করতে পারে যেকোনো প্রতিপক্ষকে। গতির ঝড় তুলে টেক্কা দিতে পারে যেকোনো দেশের বোলারদেরই।

এমন কীর্তি গড়ে এখন ভারত সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন নাহিদ রানা। তবে সেই প্রস্তুতি যে কারো মতো হতে চাওয়ার জন্য নয় কেবলই নিজের নাম বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা; সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির পোস্ট করা ভিডিওতে সে কথা সোজাসাপটা জানিয়ে দিয়েছেন নাহিদ। সেই সঙ্গে জানিয়েছেন, দলকে এখনও নিজের সেরাটা দেওয়া বাকি আছে তার।

নাহিদ বলেন, ‘আমি যেটা আশা করেছিলাম, টিম যেটা প্রত্যাশা করেছিল ওই জিনিসটা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে আমি বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই। করতে পেরেছি। এজন্য অনেক ভালো লাগছে।’

জোরে বল করা নিয়ে নাহিদ বলেন, ‘এটা কখনো ফিল করি না যে, ১৫২ কি.মি. তে বল করতে হবে কিংবা এর চেয়েও জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে ওই পরিকল্পনায় করেছি বা আমার নিজের যেই পরিকল্পনা করেছি সেটাই অনুসরণ করেছি।’

পাকিস্তান থেকে দেশে ফেরার পর নিজের বাড়িতে গিয়েছিলেন নাহিদ। যা নিয়ে নাহিদ বলেন, ‘সবাই অনেক হ্যাপি। আমার বন্ধু-বান্ধব, পরিবার, গ্রামের সবাই। প্রত্যেকে খুশি। তারা সবাই বলছে, এখন ভালো হয়েছে। সামনে আরও ভালো করতে হবে। এগিয়ে যাও।’

জোরে বোলিং করার ক্ষেত্রে কোনো ক্রিকেটারকে অনুসরণ করেন কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন, ‘সত্যি কথা বলতে, আমার সেভাবে কাউকে অনুসরণ করা হয় না। বাংলাদেশের সব পেস বোলারদের ভালো লাগে। কারণ, তাদের সবার খেলা দেখেই বড় হয়েছি। সে রকম কেউ একজন নয়। বাংলাদেশের সবার খেলাই ভালো লাগে। ওনাদের খেলা দেখে বড় হয়েছি। সবার বোলিংই ভালো লাগে।’

পাকিস্তানের সফল মিশন শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর ভারত সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নাহিদ। যা নিয়ে তিনি বলেন, ‘আজকে অনুশীলন করলাম। প্রস্তুতিও ভালো আছে। প্রস্তুতি যত ভালো হবে ম্যাচের মধ্যে ভালো করার সম্ভাবনা তত ভালো হবে। ভারত তো অবশ্যই ভালো দল। দুই দলের মধ্যে যে ক্রিকেটটা ভালো খেলবে তারাই জিতবে। তখন দেখা যাবে ম্যাচের মধ্যেই। টার্গেট তো আছে। দলকে এখনো আমার সেরাটা দেওয়া বাকি রয়েছে। দিবো সামনে।’

Facebook Comments Box

Posted ৯:৫৭ এএম | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।