রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

১৩০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ অতিধনী ইলন মাস্ক

  |   শনিবার, ২২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   20 বার পঠিত

১৩০০ কোটি ডলার খোয়ালেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ অতিধনী ইলন মাস্ক

নভোযান কোম্পানি স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা ও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার একটি খারাপ সপ্তাহ পার করেছে। এই সপ্তাহে এসব কোম্পানির সম্পদমূল্য ব্যাপক হারে কমেছে, যা পরিমাণে ১২ দশমিক ৬ বিলিয়ন বা ১ হাজার ২৬০ কোটি মার্কিন ডলার। এ কারণে আজ শুক্রবার এসব কোম্পানির মালিক ইলন মাস্কের সম্পদের নিট মূল্য কমে ১৬ হাজার ৩৯০ কোটি ডলারে নেমে এসেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বা শতকোটিপতির তালিকা অনুযায়ী চলতি বছরে এটিই মাস্কের ধনসম্পদের সবচেয়ে বড় পতন।

তবে সম্পদের নিট মূল্যে বড় ধরনের পতন ঘটলেও ইলন মাস্ক এখনো বিশ্বের দ্বিতীয় শীর্ষ অতিধনী ব্যক্তি। এর আগে তিনিই ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স বা শতকোটিপতির তালিকার প্রথম স্থানে ছিলেন। গত ডিসেম্বরে তাঁকে হটিয়ে শীর্ষস্থানে উঠে আসেন ফ্রান্সের প্রসিদ্ধ বিলাসী পণ্যের ব্র্যান্ড এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। তখন আর্নল্টের সম্পদের মূল্য ছিল ২১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।

এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত বিলিয়নিয়ার লিস্ট বা শতকোটিপতির তালিকায়ও শীর্ষস্থান দখল করেন আর্নল্ট। ফোর্বসও আর্নল্টের একই পরিমাণ সম্পদের কথা উল্লেখ করে। আর এক নম্বর থেকে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ইলন মাস্ক ১৮ হাজার কোটি ডলারের ধনসম্পদের মালিকা বলে জানায়।

বিদায়ী সপ্তাহে ইলন মাস্ক শুধু ১ হাজার ২৬০ কোটি ডলারের সম্পদই হারাননি, আরও দুঃসংবাদ দিলেন। যেমন বৃহস্পতিবার তাঁর মহাশূন্য যান তথা নভোযান কোম্পানি স্পেসএক্সের স্টারশিপ রকেটটি পরীক্ষামূলকভাবে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয়।

এদিকে চলতি বছরের প্রথম তিন মাস জানুয়ারি-মার্চে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ শতাংশ কমে ২৫০ কোটি ডলারে নেমেছে। গাড়ির দাম কমায় ও কাঁচামালসহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির মুনাফা কমেছে। তবে আলোচ্য তিন মাসে সার্বিকভাবে টেসলা ২ হাজার ৩৩০ কোটি ডলার আয় করেছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। সূত্র: খবর বিজনেস ইনসাইডার, বিবিসি

Facebook Comments Box

Posted ৫:২৭ এএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।