রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হারিয়ে যাওয়া ছবি ফেরাতে পারেন গুগল ফটোস থেকে

  |   সোমবার, ১২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

হারিয়ে যাওয়া ছবি ফেরাতে পারেন গুগল ফটোস থেকে

অসাবধানতাবশত আমাদের প্রিয় কিছু ছবি হারিয়ে যায়। আবার কখনও বা মেমোরি কার্ডের কার্যকরী ক্ষমতা নষ্ট হওয়ার কারণে জীবনের রঙিন মুহূর্তগুলোর ফ্রেমবন্দি চিরতরে হারিয়ে যায়। এমন দুঃসহ কিছু ব্যাপার থেকে আপনাকে রক্ষা করতে পারে গুগল ফটোস।

গুগল ফটোস একটি অ্যাপ। এটি ক্লাউড স্টোরেজের মতো কাজ করে। এ ছাড়া ফোনের সমস্ত ছবি, ভিডিওগুলোকে নিরাপদ রাখে। এর সবচেয়ে বড় সুবিধা হলো- ব্যাকআপ নেওয়া থাকলে পুরনো ছবিও খুঁজে পাওয়া যায়। মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে হারিয়ে গেলেও গুগল ফটোস-এ ছবি থেকে যায়। এরপর সেখান থেকে ছবি ও ভিডিও ডাউনলোড করা যায়।

গুগল ফটোস থেকে ছবি ও ভিডিও ডাউনলোড করার উপায়
 
আপনি মোবাইল বা ডেস্কটপে এই পদক্ষেপগুলো মেনে চললেই আপনার পছন্দমতো ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। গুগল ফটোস থেকে ছবি ডাউনলোড করতে প্রথমে গুগল-এ যান এবং ‘গুগল টেইকআউট’ টাইপ করুন। এটি লেখার পরে, আপনি আপনার গুগল অ্যাকাউন্টে যান।  এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে যান। তারপর আপনি ‘ডাউনলোড ইউর ডাটা’ অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন। এখানেই আপনার কাজ শেষ।
এরপরে আপনি যদি গুগল অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত কোনও ডেটা ডাউনলোড করতে চান, তা বেছে নিন। যেমন- আপনাকে গুগল ফটোস বেছে নিতে হবে। এবার ‘ডিসিলেক্ট অল’ অপশনে ক্লিক করুন। তারপরে গুগল ফটো বেছে নিন। এটি করার পরে আপনাকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করতে হবে। আপনি ইমেলের অপশনটি বেছে নিন।
 
তারপরেই আপনি এক্সপোর্ট অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। এরপর ফাইলের আকার বেছে নিতে হবে। সেখানে আপনি সর্বাধিক ৫০ জিবি সিলেক্ট করবেন। এর কারণ হলো যাতে আপনার সমস্ত ফাইল একই ফোল্ডারে আসে। আর সঙ্গে সঙ্গেই এক্সপোর্ট শুরু হবে। আর শেষ হওয়ার পরেই আপনি একটি ডাউনলোড লিংক পাবেন আপনার মেইলে।
Facebook Comments Box
বিষয় :

Posted ৬:০৮ এএম | সোমবার, ১২ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।