| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত নয়জন নিহত হয়েছে। নিহতরা সবাই পাকিস্তানের নাগরিক।
বুধবার রাতে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা। এসময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নয় পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।
আহতরা জানিয়েছেন, তারা ভ্রমণ ভিসায় সৌদি আরব গিয়েছিলেন।
প্রসঙ্গত, এর আগে মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।
Posted ২:০৪ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।