| বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 139 বার পঠিত
ঢাকার সাভারে একটি কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার এমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।
এদিন সন্ধ্যায় আশুলিয়ার দরগার পাড় এলাকায় আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পয়োনিষ্কাশনকর্মী মিঠু এবং আল আল রহমান নিট ফ্যাশন বিডি লিমিটেড কারখনার শ্রমিক মোহাম্মদ আলী ও রাকিব।
সাভার ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মো. আলাউদ্দিন জানান, ‘সেপটিক ট্যাংক থেকে রাত সাড়ে ৯টার দিকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করেছি। তারা সেপটিক ট্যাংকে আটকে পরে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ এলে বাকি কার্যক্রম সম্পন্ন করা হবে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার এমদাদুল হক জানান, কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিনজন নিখোঁজ হন বলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার অভিযান শুরু করে।
এর আগে উদ্ধার অভিযানের শুরুতে সেপটিক ট্যাংকটিতে একজনের মরদেহ পাওয়া যায় বলে জানান ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরুর পর একজনের মরদেহ পাই। সেখানে আরও দুজন ছিল বলে জেনেছি। আমাদের কার্যক্রম চলছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Posted ১২:৪৫ এএম | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।