| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর হাওরে গরু আনতে গিয়ে ঝড়বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই শ্যামারচর হাওরে এ দুর্ঘটনা ঘটে। মৃত রুদ্র দাস (১৩) দিরাই শ্যামারচরের নতুন হাটি এলাকার নিপেন্দ্র দাসের ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী বজ্রপাতে শিশু রুদ্রের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় শিশুটি গরু আনতে গ্রামের পাশে হাওরে যায়। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে শিশুটি রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে বাড়ির লোকজন হাওরে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ১০:০০ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।