| মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
সংঘাতপূর্ণ সুদানে ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল সোমবার এ কথা বলেছেন।
এর আগে আরও অন্তত দুইবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল দুই বাহিনী। তবে কোনো পক্ষই এটি শেষ পর্যন্ত মানেনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ৪৮ ঘণ্টা আলোচনার পর সেনাবাহিনী ও আরএসএফ যুদ্ধবিরতিতে পৌঁছাতে সম্মত হয়।
দেশটিতে দুই পক্ষের মধ্যে ১০ দিনের লড়াইয়ে ৪২৭ জন নিহত হয়েছেন। আহত ৩ হাজার ৭০০ জনের বেশি। জাতিসংঘের একাধিক সংস্থা এই তথ্য জানিয়েছে।
চলতি মাসে ভয়াবহ লড়াইয়ের কারণে রাজধানী খার্তুম থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। খার্তুমসহ আরও কয়েকটি অঞ্চলে খাবার, পানি ও জরুরি ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মজুত ফুরিয়ে আসছে। এত পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
সংঘাতের মুখে ইতিমধ্যে কূটনীতিকসহ অনেক বিদেশি নাগরিক সুদান ছেড়েছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়েছেন সুদানে চলমান সংঘাত ‘বিপর্যয়কর পরিস্থিতি’ সৃষ্টি করছে, যা এ অঞ্চলে এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
এদিকে জাতিসংঘ সুদান ছাড়বে না বলে জানিয়েছেন এর মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সংস্থাটি সেখানে কার্যক্রম পরিচালনা করবে।
Posted ৬:১৮ এএম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।