| শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি শিয়া মাজারের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাজারের কাছে একটি ট্যাক্সির পাশে মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। এটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান। এ বিস্ফোরণ একটি ‘সন্ত্রাসী হামলা’।
সিরিয়ার গণমাধ্যম জানায়, অজ্ঞাতরা আগেই ঐ মোটরসাইকেলের সঙ্গে বোমা রেখে গিয়েছিল। এরপর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে হতাহতের সঠিক পরিসংখ্যান এবং সেখানকার পরিস্থিতি জানা যায়নি।
ইব্রাহিম নামে স্থানীয় ঈকজন বলেন, আমরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি এবং পরে লোকেরা দৌড়াতে শুরু করে। তারপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়াদের অবস্থানের কাছেই বিস্ফোরণটি ঘটেছে।
Posted ৪:৪৪ এএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।