| সোমবার, ১৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
পাকিস্তানের এক নারী বিচারপতি ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুটি অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
৭০ বছর বয়সী ইমরান গেল বছরে ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হওয়ায় বেশ কয়েক মামলার শুনানিতে তিনি অংশ নিতে পারেননি।
আজ সোমবার ইসলামাবাদের জেলা ও দায়রা জজ জাফর ইকবাল ও জ্যেষ্ঠ সিভিল জজ রানা মুজাহিদ রহিম গ্রেফতারি পরোয়ানা দুটি জারি করেন। বিচারকরা পুলিশকে নির্দেশ দিয়েছেন, মামলা দুটিতে যথাক্রমে ১৮ ও ২১ মার্চের আগে তাকে আদালতে হাজির করতে।
এদিন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাউয়াদ চৌধুরি বলেছেন, বিচারককে হুমকির মামলা জেলা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে।
তিনি বলেন, দল তোশাখানা মামলার বিষয়ে লিখিত আদেশের অপেক্ষা করছে। আদেশ পাওয়ার পর ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হবে।
Posted ২:২৩ পিএম | সোমবার, ১৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।