| মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১ শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
সোমবার (১৩ মার্চ) রাত ৯টায় সাজেকের সিজুগছড়ার উদয়পুর সীমান্ত সড়কের দাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সাজেক থানাপুলিশ সূত্রে জানা যায়, ট্রাকে থাকা শ্রমিকরা সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে চাঁদের গাড়িতে করে স্থানীয় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রমিকরা সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। আর গুরুতর আহত হন ১৩জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
Posted ৩:৪৫ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।