বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সরকারের ‘প্রশ্রয়ে’ আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক হত্যার ঘটনা ঘটাচ্ছে : ফখরুল

  |   বুধবার, ২৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   29 বার পঠিত

সরকারের ‘প্রশ্রয়ে’ আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক হত্যার ঘটনা ঘটাচ্ছে : ফখরুল

সরকারের ‘প্রশ্রয়ে’ আইনশৃঙ্খলা বাহিনী একটার পর একটা হত্যার ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নওগাঁয়ে একজন সাধারণ মহিলা, যিনি চাকরি করে তার ছেলেকে মানুষ করছেন, তাকে নির্মমভাবে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। এখন তারা এটাকে অস্বীকার করছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার যারা জনগণ দ্বারা নির্বাচিত নয়, তাদের বেআইনি আদেশ পালন করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে। র‌্যাবকে স্যাংশন দেয়ার পরও যখন ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এই সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেনি, তখন তারা আবার প্রশ্রয় পেয়েছে। একটার পর একটা তারা হত্যাযজ্ঞ ঘটিয়ে চলেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) কৃষক দলের ইফতার অনুষ্ঠানে নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর প্রসঙ্গ টেনে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই আলোচনা ও ইফতার মাহফিল হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই সরকার, যারা নির্বাচিত নয়, জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে এবং প্রায় এক যুগের ওপর এ দেশের মানুষকে তারা গুম-হত্যা-খুন-নির্যাতনের মাধ্যমে দমন করে রেখে একদলীয় শাসন, অর্থাৎ বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে।’

রাজপথে প্রতিবাদ করতে গিয়ে এখন পর্যন্ত আমাদের ১৭ জন জীবন দিয়েছেন (নেতাকর্মী-বন্ধু-ভাই তারা) উল্লেখ করে তিনি বলেন, ‘প্রায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ৬শ’ মানুষ গুম হয়ে গেছেন, হাজারো মানুষ হত্যা করা হয়েছে- এই যে একটা দানবীয় শাসন আমাদের ওপরে চেপে বসেছে একে অবিলম্বে সরাতে হবে।

তিনি আরও বলেন, ‘সেজন্য আজকে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছি, ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকার তাকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তারেক রহমান আবার আমাদের মধ্যে ফিরে এসে নেতৃত্ব দেবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে সক্ষম হব।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ইফতার অনুষ্ঠান প্রস্তুতি কমিটির অ্যাডভোকেট রহমান আকরাম মিয়া ও দীপু হায়দার খান বক্তব্য দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কৃষক দলের সহাস্রাধিক নেতাকর্মী ইফতারে অংশ নেন।

Facebook Comments Box

Posted ২:০৮ এএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(172 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।