| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে যানবাহন বিকল হয়ে পড়লে দ্রুত যেন মেরামত করা যায়, সেজন্য স্থানীয় গ্যারেজের মেকানিকদের নম্বর সংগ্রহ করে তালিকা করছে হাইওয়ে পুলিশ।
তালিকাভুক্ত মেকানিকদের মাধ্যমে বিকল গাড়ি দ্রুত মেরামত করে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি একেএম শাহাবুদ্দিন খান।
গতকাল বুধবার দুপুরে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকার সড়ক পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, প্রতি বছর ঈদযাত্রা ঘিরে বাংলাদেশ পুলিশ নানা ব্যবস্থা নেয়। হাইওয়ের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেয় হাইওয়ে পুলিশ। যেসব জায়গা পরিদর্শন করেছি, সেসব জায়গায় যান চলাচল স্বাভাবিক দেখেছি। জনসাধারণের মাঝেও স্বস্তি আছে। তবে আজ বিকেল ও আগামীকাল হালকা চাপ বাড়তে পারে।
তিনি আরও বলেন, ৫টি মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে চ্যালেঞ্জের জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। সেসব জায়গায় সমন্বয় করা হয়েছে। হাইওয়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় সাব-কন্ট্রোল বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্স ও রেকারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন চালক, স্টাফ ও সাধারণ যাত্রীদের আরও বেশি সচেতন থাকার আহ্বান জানান হাইওয়ে পুলিশের প্রধান।
এসময় তার সঙ্গে হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি বরকত উল্লাহ খান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি ও গাজীপুর রিডিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপাার আব্দুল্লাহ হিল কাফিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৪:৩৮ এএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।