শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান

  |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান

শ্রীলঙ্কার মাটিতে দুই মাচের  টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের রীতিমতো বিধ্বস্ত করে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে বাবর আজম বাহিনী। এতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে সফরকারীরা।

লঙ্কানদের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, ইনিংস ও ১৭৫ রানে। সূত্র: ক্রিকইনফো

কলম্বো টেস্টে প্রথম ইনিংসে ১৬৬ রানে থামে স্বাগতিকরা। এরপর ব্যাট করতে নেমে আব্দুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরি ও আগা সালমানের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ৩২৬ বলে ২০১ রানের অনবদ্য ইনিংস খেলেন শফিক। ২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি আছে তার নামের পাশে। সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৬০ রান। কলম্বোয় নিজের আগের রেকর্ডই ভাঙলেন এই ব্যাটার।

লঙ্কানদের একাই ধসিয়ে দিয়েছেন নোমান আলি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট।

এছাড়া ১৫ চার ১ ছক্কায় অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেছেন আগা সালমান। অপরদিকে সৌদ শাকিল ৫৭ আর শান মাসুদ ৫১ রান করেন। এতে পাকিস্তানের লিড হয় ৪১০ রানের। অন্যদিকে, ব্যাাট হাতে প্রথম ইনিংসে পুনরাবৃত্তি ঘটান লঙ্কান ব্যাটাররা। বাঁহাতি স্পিনার নোমান আলীর দাপটে তারা অলআউট হয় মাত্র ১৮৮ রানে।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এছাড়া আর কেউ অর্ধশতকের দেখা পাননি। অধিনায়ক দিমুথ করুণারত্নে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ এবং অপর ওপেনার নিশান মাদুশাঙ্কা করেন ৩৩ রান। পাকিস্তানের হয়ে বল হাতে ৭০ রানে ৭ উইকেট নেন নোমান। বাকি তিনটি নিয়েছেন নাসিম শাহ।

Facebook Comments Box

Posted ২:১১ পিএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।