| বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
সাতক্ষীরার শ্যামনগরে হঠাৎ টর্নেডোর আঘাতে অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছ-গাছালি ও বিদ্যুতের পোল। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি, গোলাখালী, কৈখালী ইউনিয়নের পূর্ব-কৈখালী, বৈশখালী, পশ্চিম-কৈখালী, কাঠামারী ও নিদয়া ও মুন্সিগঞ্জে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টেংরাখালী ও পার্শ্বেখালি গ্রামে হঠাৎ টর্নেডোয় এই ক্ষয়ক্ষতি হয়।
টর্নেডোতে সাতক্ষীরা সীমান্তের কালিন্দী নদীতে মাছ ধরা অবস্থায় কুদ্দুস গাজী (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম জানান, দুপুরের দিকে হঠাৎ টর্নেডো আঘাত হানে। এসময় ১০ মিনিটব্যাপী তাণ্ডবে পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। টর্নেডোর সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ায় ধান ও তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া কৈখালী বনস্টেশন অফিস ও বিজিবি ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
Posted ২:৩১ পিএম | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।