| সোমবার, ০১ মে ২০২৩ | প্রিন্ট | 17 বার পঠিত
ডেভিডের পাশাপাশি ক্যামেরন গ্রিনের ২৬ বলে ৪৪ আর সূর্য কুমার যাদবের ২৯ বলে ৫৫। বিকেলে চেন্নাই সুপারকিংস আর পাঞ্জাব কিংসের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচের পর ক্রিকেটপ্রেমীদের আইপিএল উপহার দিল আরো একটি রোমাঞ্চ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ভাগ্যিস যশস্বী জয়সওয়াল নামের একজন ছিলেন রাজস্থান দলে। নয়তো অধিনায়কের শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্তটাই ভেস্তে যেত। এবারের আইপিএলে তৃতীয় সেঞ্চুরিটি পেলেন রাজস্থানের যশস্বী জয়সওয়াল।
মুম্বাইয়েরই খেলোয়াড় যশস্বী। ওয়াংখেড়ে স্টেডিয়াম তার ঘরের মাঠই। সেই মাঠেই কী দুর্দান্ত ইনিংসটিই না খেললেন এই তরুণ। এবারের আইপিএলে প্রথম দুই সেঞ্চুরি হ্যারি ব্রুক ও ভেঙ্কটেশ আইয়ারের। ৬২ বলে ১২৪ রান জয়সওয়ালের। দুর্দান্ত এই ইনিংসে চার-ছক্কার মেলা বসিয়েছিলেন তিনি। মেরেছেন ১৬টি চার ও ৮টি ছক্কা।
রাজস্থানের ২১২ রানের ইনিংসটি জয়সওয়ালের ব্যাটেই দাঁড়িয়ে। দলের দুই শীর্ষ ব্যাটসম্যান জস বাটলার আর অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাট আজ সেভাবে কথা বলেনি। রাজস্থানের ইনিংসেই আর কোনো ব্যাটসম্যানের বড় সংগ্রহ নেই। জয়সওয়াল যেন একাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে লড়েছেন রোহিত শর্মার বোলারদের বিপক্ষে।
Posted ১২:৩৮ এএম | সোমবার, ০১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।