| সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
সোমবার সকাল থেকে চালু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম। ইতো মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটসহ দুবাই ও শারজাহ থেকে নির্ধারিত ফ্লাইটগুলো শাহ আমানতে এসে পৌঁছেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলিম আহমেদ বলেন, সোমবার (১৫ মে) সকাল থেকে শাহ আমানতের অপারেশন পুরোপুরি শুরু হয়েছে। নির্ধারিত ফ্লাইটগুলো আসা যাওয়া করছে। সোমবার সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া এবং দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে শাহ আমানতে এসে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।
এর আগে, ঘূর্ণিঝড় মোখা’র কারণে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল।
Posted ৮:৩২ এএম | সোমবার, ১৫ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।