বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শান্ত স্বীকার করলেও দায় নিলেন না

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

শান্ত স্বীকার করলেও দায় নিলেন না

দিনেশ কার্তিক রাখঢাক না রেখেই বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট খুব শিগগির জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের পর্যায়ে নেমে যেতে পারে।’ ভারতীয় সাবেক ওপেনার কয়েকটি যুক্তিও দেখিয়েছেন। যার একটি আবার বহুল চর্চিত। মাথাব্যথার মূলে নাজমুল হোসেন শান্তদের ডট বল খেলা। অধিনায়ক শান্ত মানছেন, ডট বলেই ডুবাচ্ছে বাংলাদেশকে। তবে তিনি দায় না নিয়ে উল্টো যুক্তি দেখিয়েছেন।

গতকালের ম্যাচের উদাহরণ টেনেছেন শান্ত। নিউজিল্যান্ডের কাছে হেরে ট্রফির মিশন শেষ হওয়ার দিনে বাংলাদেশের ব্যাটাররা ডট বলের খেলায় মেতেছিলেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ১৮১টি বলে কোনো রান নিতে পারেনি টাইগাররা। শান্তর মতে, পরিস্থিতি অমন অবস্থায় নিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দ্রুত পাত্তাড়ি গুটানো বাংলাদেশের অধিনায়ক যুক্তি টেনেছেন, ‘অবশ্যই এই জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে। আমরা নিয়মিত ৩০০ করি না, এটা মেনে নিতেই হবে। তবে যদি আজকের (কিউইদের বিপক্ষে) ডট বলের কথা বলেন, আমি বলব আমরা ৫ বা ১০ ওভার পরপরই ১-২টা করে উইকেটে হারিয়েছি। ওই সময় ব্যাটারদের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন ছিল। তবে যদি একটি বা দুটি বড় জুটি গড়ে উঠত, তাহলে হয়তো এটা হতো না।’

শান্তদের সঙ্গে এমন হরহামেশাই হচ্ছে। ট্রফির মিশনে দুবাইয়ে ৩০০ বলের মধ্যে ১৫৯টি (৫২%) ডট খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেদিনও ব্যাটিং ব্যর্থতা দেখা দিয়েছিল। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সেটি বেড়ে ১৮১টি (৬০%)তে দাঁড়িয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও প্রতিটি ম্যাচে বাংলাদেশের ডট বলের হার ছিল ৫০ শতাংশের বেশি।

পেস বোলিংয়ে ছন্নছাড়া ব্যাটিং, স্পিনে দুর্বলতা এবং দায়িত্বহীনতায় বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারছেন না। ডট বল হচ্ছে, ম্যাচে চাপ বাড়ছে। একসময় ভুল শট খেলে ফিরছেন টাইগাররা। এমনই দেখা যাচ্ছে বেশি। শান্তদের প্রত্যয় খুব দ্রুত এই সমস্যার পথ খুঁজে পাবে দল।

Facebook Comments Box

Posted ৫:২৭ এএম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।