| রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট | 36 বার পঠিত
কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করে মিয়ানমার চলে গেছে ঘূর্ণিঝড় মোখা। ফলে চট্টগ্রাম, পায়রা ও মোংলাসহ সব সামুদ্রবন্দরে ১০ ও ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশ অতিক্রম করে ঘূর্ণিঝড় মোখা মিয়ানমার চলে যাওয়ায় আর কোনো ঝুঁকি নেই। উপকূলীয় এলাকায় ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। তবে সিলেট এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার (১৫ মে) থেকে রাজধানী ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হবে।
এর আগে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছিল।
Posted ৩:৪৭ পিএম | রবিবার, ১৪ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।