খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। কথাটার সমর্থক হয়ে উঠেছেন হ্যারি কেন। জাতীয় দল আর ক্লাব মিলিয়ে গোলের হিসেবে দুর্দান্ত ক্যারিয়ার তার। অথচ নেই বলার মতো কোন শিরোপা। ইংল্যান্ডের হয়ে ইউরো জিততে জিততে স্বপ্ন ভেঙেছে হ্যারি কেনদের। টটেনহ্যামে তিনি দুর্দান্ত খেললেও শিরোপা জেতা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে হারতে হয়েছে।
ক্যারিয়ার শেষের আগে নামের পাশে কিছু শিরোপা যোগ করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড-পিএসজির প্রস্তাব ফেলে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন হ্যারি কেন। অথচ মৌসুমে বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগও যেন মুখ ফিরিয়ে নিয়েছে কেনের বায়ার্নের দিক থেকে।
লিগ টেবিলে লেবারকুসেনের সঙ্গে লড়াই চলছে বায়ার্ন মিউনিখের। দুইয়ে আছে তারা। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের প্রথম লেগে ইতালির ক্লাব ল্যাজিও’র বিপক্ষে ১-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে ভালো খেলেননি ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তাকে খুঁজেই পাওয়া যায়নি মাঠে।
ল্যাজিও’র মাঠে ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা করে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতালিয়ান স্ট্রাইকার চিরো ইমমোবিলে দলকে লিড এনে দেন। তার আগে বায়ার্নের ফ্রান্স ডিফেন্ডার ডায়ত উপামেকানো বক্সে ল্যাজিও ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন। সঙ্গে পেনাল্টি উপহার দেন। ওই পেনাল্টি থেকে গোল করেই কোয়ার্টারের স্বপ্ন দেখছে ল্যাজিও। তবে পথটা এখনও কঠিন তাদের। কারণ ঘুরে দাঁড়ানোর জন্য হ্যারি কেন-মুসিয়ালারা ঘরের মাঠে খেলবে দ্বিতীয় লেগ।
Posted ৩:১৪ পিএম | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।