| শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত এক মাইলফলক সামনে রেখেই আজ রাতে খেলতে নেমেছিলেন । এই ম্যাচে মাঠে নেমেই এককভাবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটা নিজের করে নেন পর্তুগিজ মহাতারকা। এটুকুই তো শিরোনাম হওয়ার জন্য যথেষ্ট ছিল! কিন্তু নামটা যখন রোনালদো, এত অল্পতে থামবেন কেন! তাঁর যে অনেক কিছুর জবাবও দেওয়ার ছিল। ইউরো বাছাইয়ে খেলতে নেমে সেই জবাবটাই দিলেন পর্তুগিজ মহাতারকা। পর্তুগালের ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। জানিয়ে দিলেন বয়স ৩৮ পেরোলেও এখনো ফুরিয়ে যাননি।
বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে হেরে পর্তুগালের বিদায় নেওয়া ম্যাচটি ছিল রোনালদোর ১৯৬তম ম্যাচ। সেই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে তখন পর্যন্ত সবচেয়ে ম্যাচ খেলা কুয়েতের বদল আল মুতাওয়াকে স্পর্শ করেন রোনালদো। সেই ব্যর্থতার পর নতুন করে রোনালদোর আর পর্তুগালের জার্সি পরা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়।
Posted ১:৪৫ এএম | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।