| রবিবার, ২৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ির প্রধান সড়কে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, অ্যাম্বুলেন্সেটি নরসিংদীর সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে আসে। রোগীকে নামিয়ে দিয়ে নরসিংদী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, একটি খালি অ্যাম্বুলেন্স বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিন ওভারহিট হয়ে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিল না। আগুন লাগার পর চালক দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন।
তিনি আরো বলেন, খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অ্যাম্বুলেন্সের চালক মো. কাওসার জানান, হঠাৎ ইঞ্জিনে বিকট শব্দ হয়, গাড়ি থেকে নেমে দেখি ইঞ্জিন থেকে ধোয়া বের হচ্ছে। এরপর মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Posted ১২:৪২ এএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।