| রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমাতে ব্যবসায়ীরা রাজি হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, শুল্ক কমানোর ফলে চিনিতে সাড়ে চার টাকার মতো কমানো যাবে। তবে আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করেছি। তারা আমার সঙ্গে একমত হয়েছেন। আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।
রবিবার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ আমরা আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম তা থেকে কেজিতে ৫ টাকা কমবে। আগামীকাল থেকে আমরা মনিটরিং করবো। ট্যারিফ কমানোর পর বাজারে কি প্রভাব পড়ছে সেটা নজর রাখা হচ্ছে।’
এছাড়া ব্যবসায়ীদের কাছে তেল ও চিনি যথেষ্ট পরিমাণে আছে বলেও জানান মন্ত্রী।
পবিত্র রমজানকে সামনে রেখে চিনির বাজারে অস্থিরতা কমাতে গত ২৬ ফেব্রুয়ারি আমদানি পর্যায়ে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের ৩০ থেকে কমিয়ে তা ২৫ শতাংশ করা হয়। এছাড়া প্রতি টন অপরিশোধিত চিনি আমদানির ওপর প্রযোজ্য তিন হাজার টাকা ও পরিশোধিত চিনিতে ছয় হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করে সংস্থাটি।
এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি ধীরগতি করে দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ’আমাদের কৃষকেরা যাতে দাম পান, সে জন্য এটা করা হয়েছে। যদি দেখি দাম বাড়ছে, তাহলে আমদানিতে আরোপ করা বিধিনিষেধ উঠিয়ে নেব।’
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশের বাজারে কমানো হবে কি না, জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, তেলের দাম কমলেও ডলারের দাম বেড়ে গেছে। যদি এমনটা হতো তেলের দাম কমেছে কিন্তু ডলারের দাম আগের অবস্থায় রয়েছে, তাহলে তেলের দাম কমানো যেত। তারপরও আমরা দেখছি।’
Posted ১:২৫ পিএম | রবিবার, ১৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।