বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

  |   বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   33 বার পঠিত

যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ৪ দেশ

বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপন হবে ২০৩০ সালে। শতবর্ষী এই বিশ্বকাপ আসরটি যৌথভাবে আয়োজন করতে চায় লাতিন আমেরিকার চার দেশ- আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে।

ঠিক ১০০ বছর আগে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে। শতবর্ষী আয়োজন তাই নিজেদের অঞ্চলের মাধ্যমে স্মরণীয় করে রাখার লক্ষ্যে আনুষ্ঠানিক বিড ফিফার কাছে জমা দিয়েছে আগ্রহী চার দেশ।

লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজকে নিয়ে উপরোক্ত চারটি দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টরা একসঙ্গে আবেদন জমা দেন ফিফার সদর দপ্তরে। একসঙ্গেই তারা ঘোষণা দিয়েছে, ‘যেখানে ফুটবলের জন্ম হয়েছে, শতবর্ষে সেখানেই একে ফিরিয়ে নিতে চাই।’

কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন,’২০৩০ বিশ্বকাপটা শুধুমাত্র একটি বিশ্বকাপই নয়, এটা এই বিশ্বকাপের ১০০ বছর পূর্তি হিসেবে স্বীকৃতি পাবে। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে ঘিরে উদযাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্ত্বের পরিচয় দিতে পারে।’

যৌথভাবে চার দেশের বিশ্বকাপ আয়োজক হওয়ার ঘোষণা দেয়ার জন্য আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই কথা বলছিলেন আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। তিনি বলেন, ‘আমরা ফিফাকে বোঝাতে সক্ষম হয়েছি যে শতবর্ষ আগের স্মৃতিকে সম্মান জানানোর বিষয়টা।’

২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হতে চায় ইউরোপের স্পেন এবং পর্তুগাল। ইউরোপের এ দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আগেই। আরও একটি প্রতিদ্বন্দ্বী রয়েছে। মরক্কো এবং সৌদি আরবও। তারাও এই লড়াইয়ে যোগ দিতে যাচ্ছে সেটাও অনেকটা নিশ্চিত। ২০৩০ বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে।

Facebook Comments Box

Posted ২:০৮ পিএম | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।