খেলাধুলা ডেস্ক | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 41 বার পঠিত
দৌড়ে শতশত মাইল পায়ে দলিয়েছেন কেলভিন কিপটাম। একাধিক ম্যারাথন জিতেছেন তিনি। বিশ্বরেকর্ড গড়েছেন। কেনিয়ার এই কেলভিন কিপটাম সড়ক দুর্ঘটনায় মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার সঙ্গে প্রাণ হারিয়েছেন কোচ রুয়ান্ডার গারভাইস হাকিজিমানাও। কেনিয়ার প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তাদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গাড়ি করে দৌড়বিদ কেলভিন পশ্চিম কেনিয়ার অ্যালডোরেটে যাচ্ছিলেন। স্থানীয় সময় বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। অপরজন হাসপাতালে আছেন।
কেলভিন গত অক্টোবরে পুরুষদের ম্যারাথনে বিশ্বরেকর্ড গড়েছিলেন। দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। এ বছর প্যারিস অলিম্পিকে কেলভিন কিপটামের দৌড়ানোর কথা ছিল। এবার তিনি ২ ঘণ্টার মধ্যে ম্যারাথন শেষ করবেন এমন আশা ছিল ভক্তদের। ২৪-এ শেষ হলো ওই অপার সম্ভাবনা।
Posted ১:৩২ পিএম | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।