মঙ্গলবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

‘ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

‘ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি’

এশিয়া কাপের চলতি আসরে পর পর দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচ জয়ে কোনো মন্তব্য না করলেও সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে মুখ খুলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়।

সুপার ফোরের ম্যাচে কম উত্তেজনা হয়নি। মাঠে তর্কে জড়ান ভারতের অভিষেক শর্মা ও পাকিস্তানের হারিস রউফ।

সুপার ফোরের ম্যাচে ফিফটির পর বন্দুক চালানোর কায়দায় উল্লাস করে শাহিবজাদা ইরফান। কখনও ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের মুহূর্ত দেখানো,  একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় পাকিস্তানি ক্রিকেটাররা। সর্বশেষ আসরে নামলেন রউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক। ভারতকে নিশানা করেছেন তিনি।

ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তার পেছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। সে কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমনভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি।

ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ‘৬-০’ দেখান রউফ। ম্যাচের আগে অনুশীলনেও তিনি ৬-০ বলে চিৎকার করেছিলেন। রউফ মুখে কিছু না বললেও তার ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তারা।

পাকিস্তানের ক্রিকেটারের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন মুজনা। সেখানে লেখেন, ‘ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি।’

Facebook Comments Box

Posted ৪:১১ পিএম | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।