| বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় বাগেরহাট পুলিশ লাইনের কনস্টেবল মো. জাকারিয়া নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর পুলিশ কনস্টেবল মো. মুজাহিদ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের মোংলা উপজেলার আপাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাপুল আলম জানান, মোংলা ইপিজেডে ডিউটি শেষে বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে বাগেরহাটে ফিরছিলেন দুই পুলিশ কনস্টেবল মো. জাকারিয়া ও মো. মুজাহিদ। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের মোংলার আপাবাড়ী এলাকায় দুপুর দেড়টার দিকে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে পড়ে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। ওই সময়ে পুলিশ কনস্টেবল মো. জাকারিয়া ছিটকে মহাসড়কে একটি চলন্ত ট্রাকের চাকায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। অপর পুলিশ কনস্টেবল মো. মুজাহিদও আহত হয়। গুরুতর আহত পুলিশ কনস্টেবল মো. জাকারিয়কে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পুলিশ কনস্টেবল মো. জাকারিয়ার বাড়ী খুলনার তেরখাদা উপজেলায়। অপর আহত পুলিশ কনস্টেবল মুজাহিদকে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ২:৪২ পিএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।