| শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
ফরাসি ক্রীড়া দৈনিক লে’কিপ প্রতি বছরই নিয়ম করে একবার ফাঁস করে দেয় ফরাসি লিগের সব খেলোয়াড়-কোচের বেতন। গত পরশু লে’কিপের প্রকাশিত সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় পিএসজির খেলোয়াড়-কোচদেরই জয়জয়কার থাকবে, সেটা কে না জানত! কিলিয়ান এমবাপ্পের বেতনই যে সবার চেয়ে বেশি হবে, তা-ও জানাই ছিল। কিন্তু তাই বলে দুই মহাতারকা সতীর্থ মেসি ও নেইমারের চেয়ে এত বেশি বেতন পান ফরাসি ফরোয়ার্ড, তা কে ভাবতে পেরেছিল!
লেকি’পের তথ্যমতে, বিশ্বেরই সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলার এখন এমবাপ্পে, ফরাসি ফুটবলে তো তিনিই এগিয়ে থাকবেন! তার বেতন ৬০ লাখ ইউরো, যেখানে তালিকার দুই নম্বরে থাকা নেইমারের বেতন ৩৬ লাখ ৭৫ হাজার। আর মেসির বেতন ৩৩ লাখ ৭৫ হাজার ইউরো।
পিএসজিতে অবশ্য বেতন-বিন্যাসের দিক থেকে ‘জাতপ্রথা’ স্পষ্ট। এমবাপ্পের সঙ্গে নেইমার-মেসির বেতনের পার্থক্য চোখ কপালে তোলে, তিনে থাকা মেসির সঙ্গে তালিকার চার নম্বরে থাকা মারকিনিওসের বেতনের পার্থক্যও তো প্রায় তেমনই। মেসির চেয়ে পিএসজি অধিনায়ক মারকিনিওসের বেতন প্রায় ২১ লাখ ৭৫ হাজার ইউরো কম!
সবচেয়ে বেশি বেতন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের- মাসে ৬ লাখ ৬৫ হাজার ইউরো। তালিকার দুই নম্বরে থাকা মার্শেই কোচ ইগর তুদরের বেতন গালতিয়েরের বেতনের প্রায় অর্ধেক- ৩ লাখ ৩০ হাজার ইউরো।
Posted ১২:২৫ এএম | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।