| বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
লিগ কাপে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসি ম্যাচটি করে নিলেন নিজের। গোল করলেন দুটি, করালেন একটি। যেন নিজের পুরোনো সেই রূপ দেখাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক।
আগের ম্যাচেই অন্তিম মুহূর্তে ফ্রি-কিক থেকে গোল করে দলকে জিতিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে সেটি ছিলো তার অভিষেক ম্যাচ।
এবার আরেকটি অভিষেক দারুণভাবে রাঙালেন মেসি। ইন্টার মায়ামির হয়ে অধিনায়কত্বের প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল। করিয়েছেন একটি।
লিগ কাপে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসি ম্যাচটি করে নিলেন নিজের। গোল করলেন দুটি, করালেন একটি। যেন নিজের পুরোনো সেই রূপ দেখাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সাবেক দুই বার্সেলোনা খেলোয়াড়ের বুস্কেটস এবং মেসির যুগলবন্দীতে প্রথম গোল পায় মায়ামি। মাত্র ৮ মিনিটেই বুস্কেটসের থ্রু বল থেকে দলকে এগিয়ে দেন মেসি। ১৪ মিনিট পর দ্বিতীয় গোলও পায় মায়ামি। এবারও গোলদাতা মেসি। তবে গোলের সহায়তাকারী ফিনল্যান্ডের টেইলর।
পরে টেইলরও জোড়া গোল করেন ম্যাচে। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে দলের তৃতীয় গোল করেন টেইলর। ৫৩ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন টেইলর।
এই মিডফিল্ডারকে গোলটি করতে সহায়তা করেন মেসি। ৪–০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ৭৮ মিনিটে মেসিকে তুলে নেন তাতা মার্তিনো। এর পাচ মিনিট আগে মাঠ ছাড়েন বুস্কেটসও।
Posted ৪:০০ এএম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।