| রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
লেবাননের বিপক্ষে হেরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয় বাংলাদেশের। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আজ মালদ্বীপের বিপক্ষে জিততেই হতো।
রোববার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হয়। খেলার শুরুর ১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান রাকিক হোসেন। ৬৭ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন তারিক কাজী। খেলার একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।
সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে ভুটানকে হারাতেই হবে বাংলাদেশকে।
Posted ২:৪২ পিএম | রবিবার, ২৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।