| সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচিকে ঘিরে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সোমবার (৩০ অক্টোবর) মধ্যরাত থেকে সারা দেশে একযোগে টহল শুরু করবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী পর্যাপ্তসংখ্যক বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আজ মধ্যরাত থেকে দেশের সব মহাসড়ক ও রাজধানীতে টহল দেবে।
বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি চলাকালে নিরাপত্তার কাজ করবে।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৩:০৬ পিএম | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।