| শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
ভোলায় বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২জন শিক্ষার্থী রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতরা হলেন-দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতাব্বর বাড়ির কায়ছর মাতাব্বরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫)।
পুলিশ জানিয়েছে, চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস ভোলা চরফ্যাশন সড়কে পৌছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
ভোলা ও দৌলতখান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে। চালক ও দুর্ঘটনা কবলিত বাস আটক করেছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৫:২২ এএম | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।