| বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিনগানিকর ভারতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। জানা গেছে, দুর্ঘটনায় তাঁর স্ত্রী সুবর্না হিনগানিকর ঘটনাস্থলে মারা গেছেন। মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রবীণ।
প্রবীণের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেছেন, ‘হ্যাঁ, আজ একটি মারাত্মক দুর্ঘটনা হয়েছে। তার স্ত্রী ঘটনা স্থলেই মারা গেছেন। একটু আগে শশাঙ্ক মনোহরের (আইসিসির সাবেক সভাপতি) সঙ্গে কথা হলো। ওদের দুজনের বাড়ি নাগপুরেই। নাগপুরের ৩০০ কিলোমিটার দূরে দুর্ঘটনা হয়েছে।
২০১৮ সাল থেকে বিসিবির কিউরেটর হিসেবে কাজ করা প্রবীণের দুর্ঘটনা নিয়ে নিজাম উদ্দিন আরও বলেছেন, ‘মনোহর জানালেন, ময়নাতদন্ত করে কাল নাগপুরে নিয়ে আসবে। প্রবীণও আহত। কিন্তু তার অবস্থা এখনো জানা যায়নি। ওর পরিবারের লোক গেছে ঘটনাস্থলে।’
স্থানীয় গণমাধ্যম ও বিসিবির গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা গেছে, আজ বিকেল তিনটার দিকে পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ ও তাঁর স্ত্রী। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কন্টেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তাঁর স্ত্রী সুবর্না (৫৩) মারা গেছেন। দুর্ঘটনার সময় প্রবীণই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ।
কিউরেটর হিসেবে ২০১৮ সালে প্রবীণকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। কদিন আগে ছুটিতে দেশে যান প্রবীণ
Posted ৩:২২ এএম | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।