রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভারতে আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস

  |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

ভারতে আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস

ভারতে আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। রোজই বৃদ্ধি পাচ্ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যগুলোকে সতর্ক করল দেশটির কেন্দ্রীয় সরকার। পাশাপাশি সংক্রমণ মোকাবেলায় রাজ্যগুলোকে একগুচ্ছ নির্দেশও দেওয়া হয়েছে।

করোনা পরীক্ষায় জোর দেওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমনি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। জোর দিতে বলা হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়েও। এ ছাড়াও আগামী ১০ এবং ১১ এপ্রিল সব হাসপাতালে মহড়া করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়া।

গত কয়েক দিন ধরেই ভারতে বৃদ্ধি পাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার এই সংখ্যা ছয় হাজার পার করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ছয় হাজার ৫০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

ভারতের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে দিল্লি, মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। এই আবহে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। ওই বৈঠক থেকেই সংক্রমণ মোকাবেলায় রাজ্যগুলোকে একাধিক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মাণ্ডবীয়া।

সংক্রমণ মোকাবেলায় হটস্পট চিহ্নিত করতে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টিকাকরণ, জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদি নতুন করে করোনার ঢেউ আসে, তা মোকাবেলায় হাসপাতালগুলোকে তৈরি রাখার কথা বলা হয়েছে। আগামী ৮ এবং ৯ এপ্রিল জনস্বাস্থ্য কর্মকর্তা এবং জেলা প্রশাসনের সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের।

২০১৯ সালের শেষে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছিল। চীনে প্রথম এই সংক্রমণের খবর জানা গিয়েছিল। পরে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় অনেক দেশ লকডাউনের পথে হেঁটেছিল। তারপর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে সব দেশ। এর মধ্যেই গত বছরের শেষে চীনে আবার ভয়াবহ চেহারা নিয়েছিল করোনা। যা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে নতুন বছরে পা দেওয়ার পর থেকেই থিতিয়ে আসে করোনা সংক্রমণ। সম্প্রতি আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫২ পিএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।