শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভারতের সিকিমে নজিরবিহীন তুষারপাত, পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী

  |   রবিবার, ২৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   17 বার পঠিত

ভারতের সিকিমে নজিরবিহীন তুষারপাত, পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী

টানা তুষারপাতের জেরে ভারতের উত্তর সিকিমে আটকে ছিলেন বহু পর্যটক। ইতিমধ্যে প্রায় এক হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। কিন্তু রবিবার আবার বড়সড় ধস নামে পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান চলাচলের অযোগ্য হয়ে গেছে ওই রাস্তা।

গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমবাসী। তার পর থেকে দফায় দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। রাস্তা পরিষ্কার করে যান চলাচল যতবারই শুরু হয়েছে, ততবারই তুষারপাত হয়েছে।

টানা তুষারপাতের জেরে ভারতের উত্তর সিকিমে আটকে ছিলেন বহু পর্যটক। ইতিমধ্যে প্রায় এক হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। কিন্তু রবিবার আবার বড়সড় ধস নামে পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান চলাচলের অযোগ্য হয়ে গেছে ওই রাস্তা।

গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমবাসী। তার পর থেকে দফায় দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। রাস্তা পরিষ্কার করে যান চলাচল যতবারই শুরু হয়েছে, ততবারই তুষারপাত হয়েছে।

সেনাবাহিনীর একটি সূত্র বলেছে, সিকিমে প্রতিবছর শীতকালে ভারী তুষারপাত হয়। কিন্তু এই বছর তুষারপাতের ধরন ‘অদ্ভুত’।

এখন তাপমাত্রার অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সেখানে বেড়াতে গিয়ে আটকে পড়েন পর্যটকরা। সেনাবাহিনীর সূত্রে জানা যায়, শনিবার পর্যন্ত এক হাজার ৪০০ পর্যটককে সৈন্যরা উদ্ধার করেছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় এই উদ্ধারকাজ চলে।

এ ছাড়া উত্তর সিকিমবাসী এবং সেনাবাহিনীর চলাচলের সুবিধার্থে বরফ পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। ত্রিশক্তি শেপার্স এবং বিআরও-এর যৌথ উদ্যোগে উন্নত মানের প্রযুক্তি কাজে লাগিয়ে বরফ পরিষ্কারের কাজ চলে। কিন্তু রবিবার আবার একাধিক জায়গায় তুষারপাতের খবর পাওয়া গেছে। তুষারপাতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্যাংটকভিত্তিক একটি ট্যুর অপারেটর বলেছে, ‘তুষারপাতের কারণে রাজ্য পর্যটকদের শুধু ১৫ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে, যাতে তারা আটকা না পড়ে। আগামী দিনের আবহাওয়ার ওপর ভিত্তি করে সোমগো লেক এবং বাবা মন্দিরের জন্য অনুমতি জারি করা হবে।’

Facebook Comments Box

Posted ১১:১৭ এএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।