| সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে একটি টিনের চালায় বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল রোববার মহারাষ্ট্রের আকোলায় ঝড়ের মধ্যে গাছটি উপড়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন বহু পূণ্যার্থী। হঠাৎ ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এসময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নীম গাছ উপড়ে গিয়ে টিনের চালার ওপর আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছাউনির নিচে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন। এদের মধ্যে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়েন। এক্সক্যাভেটর এনে গাছের গুড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস। তিনি বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া মানুষদের গাছচাপা পড়া এবং কিছু ভক্ত নিহত হওয়ার এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই’।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
Posted ৭:০৪ এএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।