| সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 37 বার পঠিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার অবাক করা এক তথ্য সামনে এলো। জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করেছেন।
ইউক্রেনে রাশিয়ার ভাড়াটে সৈন্য বাহিনী ওয়াগনার গ্রুপের হয়ে যুদ্ধ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ছেলে নিকোলাই পেসকভ। শনিবার (২২ এপ্রিল) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের মুখপাত্রের ছেলে বলেন যে, তিনি ইউক্রেনে ওয়াগনার বাহিনীতে আর্টিলারিম্যান হিসেবে কাজ করেছেন।
ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে প্রায় ৪ লাখ রুশ এবং ইউক্রেনীয় সৈন্য নিহত বা আহত হয়েছে। এই যুদ্ধ ক্রমশ একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যাচ্ছে, যা ২০২৩ সালের পরেও স্থায়ী হতে পারে। এমনটাই বলছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ৩৩ বছর বয়সী ছেলে নিকোলাই পেসকভ নিজের মালিকানাধীন সংবাদপত্রকে বলেন, তিনি নিজেও ইউক্রেনে যুদ্ধ করেছেন।
এটিকে একটি বিরল ঘটনা এবং জনসাধারণের জন্য উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে যে, রাশিয়ার একজন শীর্ষ কর্মকর্তার ছেলে এই যুদ্ধে লড়াই করেছেন।
নিকোলাই বলেন, ‘আমি নিজের ইচ্ছাতেই দেশের জন্য যুদ্ধে করেছি, আমি এটাকে আমার কর্তব্য বলে মনে করি।’ তিনি তার তার আসল পরিচয় গোপন করে ইউক্রেনে যুদ্ধে গিয়েছিলেন বলে জানান। এই সাহসিকতার জন্য পেয়েছেন পদক। এ ব্যাপারে পিতার অভিমত প্রসঙ্গে নিকোলাই বলেন, ‘তিনি আমার জন্য গর্বিত বলে মনে করি। আমার বাবা আমাকে বলেছেন যে, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
রাশিয়ার ভাড়াটে সৈন্য বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোঝিন গত বুধবার টেলিগ্রামে একটি ভিডিও পোস্টে জানিয়েছিলেন যে, দিমিত্রি পেসকভ তার কাছে গিয়েছিলেন এবং তার ছেলেকে একজন সাধারণ আর্টিলারিম্যান হিসেবে ইউক্রেন যুদ্ধে নিয়ে যেতে বলেছিলেন। পেসকভের ছেলে যুদ্ধে খুব ভালো করেছে বলেও উল্লেখ করেন তিনি।
Posted ৬:২০ এএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।